tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৮ নভেম্বর ২০২২, ২০:২০ পিএম

এবারের সম্মেলন আ.লীগকে নতুন মাত্রা দেবে : হানিফ


মাহবুব আলম হানিফ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এই কাউন্সিলটা বাংলাদেশ আওয়ামী লীগকে একটা নতুন মাত্রা দেবে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, আওয়ামী লীগের কাউন্সিল একটা ঐতিহাসিক কাউন্সিল হবে।


আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত দপ্তর উপ-কমিটির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। আজ শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে প্রস্তুতি সভাটি আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সভাপতি চায় সব কাউন্সিল কার্ড নিয়ে যেতে, আবার সাধারণ সম্পাদক চায় সে নিয়ে যেতে। আমার বিশ্বাস বর্তমান আওয়ামী লীগের যে সাংগঠনিক অবস্থা আছে, কোথাও কোনো মতদ্বৈধতা হওয়ার সম্ভাবনা নেই। এখন আওয়ামী লীগ সব জেলা পর্যায়ে ঐক্যবদ্ধ আছে। তারপরও নিশ্চিত করতে হবে যে, সভাপতি ও সাধারণ সম্পাদক সশরীরে কিংবা তাদের লিখিত মাধ্যমে কাউন্সিলর কার্ড সংগ্রহ করতে পারে।

আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির আহ্বায়ক ড. অনুপম সেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, মো. সাখাওয়াত হোসেন শফিক, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, সানজিদা খানম, আনিসুর রহমান, আব্দুল আউয়াল শামীম প্রমুখ।

প্রস্তুতি সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

এমআই