tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিনোদন প্রকাশনার সময়: ১৪ মার্চ ২০২২, ১৯:৪৬ পিএম

চলে গেলেন অস্কার বিজয়ী উইলিয়াম হার্ট


উইলিয়াম হার্ট

অস্কার বিজয়ী হলিউডের জনপ্রিয় অভিনেতা উইলিয়াম হার্ট (৭১) চলে গেলেন না ফেরার দেশে।


রোববার (১৩ মার্চ) মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হার্টের বন্ধু গেরি বায়ার্ন।

অভিনেতার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি। তবে ২০১৮ সালে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে হার্টের।

হার্টের পরিবারের পক্ষ থেকে এক সংবাদে বলা হয়, অত্যন্ত দুঃখের বিষয় যে, ভালোবাসার বাবা, অস্কারজয়ী অভিনেতা উইলিয়াম হার্টের মৃত্যুতে শোক করছে তার পরিবার।

৭২তম জন্মদিনের এক সপ্তাহ আগে ১৩ মার্চ তিনি চলে গেলেন। পরিবারের সান্নিধ্যে, শান্তিতে ও স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে তার।

প্রসঙ্গত, ৮০ এর দশকে ক্লাসিক চলচ্চিত্র ‘বডি হিট, চিলড্রেন অব এ লেসার গড, ‘ব্রডকাস্ট নিউজ এবং দ্য বিগ চিল সহ নানা ছবিতে অভিনয় করেছেন এই অস্কার বিজয়ী হলিউডের জনপ্রিয় অভিনেতা।

১৯৮৫ সালের সিনেমা কিস অব দ্য স্পাইডার ওমেন ছবিতে অভিনয় করে অস্কার পান উইলিয়াম হার্ট। পাশাপাশি সেরা অভিনেতার জন্য বিএএফটিএ ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করেন।

সিএনএনের এক প্রতিবেদন হতে জানা যায়, সম্প্রতি তিনি মার্ভেলের ছবি- দ্য ইনক্রেডিবল হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জারস: এন্ডগেম এবং ব্ল্যাক উইডো তে কাজ করেছেন।

এইচএন