tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৬ নভেম্বর ২০২২, ১৭:৩২ পিএম

এটিই বাংলাদেশের সেরা বিশ্বকাপ : সাকিব আল হাসান


00

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে বাংলাদেশের সেরা বলে উল্লেখ করলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার মতে দুই জয় নিয়েই এখন সন্তুষ্ট থাকতে হচ্ছে।


রোববার পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ৫ উইকেটের হেরে গেছে বাংলাদেশ।

ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক ড্যানি মরিসনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সাকিব।

কোনো আশা না নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে গেলেও দুটি জয় পেয়েছে বাংলাদেশ।  একটি নেদারল্যান্ডস অন্যটি জিম্বাবুয়ের বিপক্ষে।  তবে বাকি ম্যাচগুলো হারলেও লড়াই করেছে সাকিব বাহিনী।

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে এর আগে একবারই একটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ, সেটিও ২০০৭ সালে প্রথম আসরে। 

সে কথাই মনে করিয়ে দিতে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ফল হিসেবে আমাদের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তবে আমরা সুযোগ পেয়েছিলাম, আরও ভালো করতে পারতাম। তবে নতুন খেলোয়াড় এসেছে, অনেক পরিবর্তন হয়েছে। এর চেয়ে কম (বেশি) আশা করতে পারি না।’ 

এন