tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৭ পিএম

প্রথমার্ধে ২-০ তে এগিয়ে বাংলাদেশ


01

বাংলাদেশ বয়সভিত্তিক নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুইবারের চ্যাম্পিয়ন। অনূর্ধ্ব-১৯ ফরম্যাটে দুই বছর আগে লাল সবুজেরা ভারতকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতেছিল।


বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তৃতীয় শিরোপার খোঁজে ফাইনালে নেমে নেপালের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ। 

নেপালের রক্ষণ চিড়ে গোলের দেখা পেতে অনেক সময় লেগেছে। ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সামনে প্রথমার্ধে চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেছে স্বাগতিকরা।

সতীর্থের বাড়ানো পাসে আকলিমা খাতুন বল নিয়ে ঢুকতে পারেননি। ছোট ডি বক্সের সামনে প্রতিপক্ষের বাধায় পড়ে যান। নেপালের ফুটবলার তা বিপদমুক্ত করতে গেলে রিপার পায়ে বল পড়ে এবং বক্সের বাইরে থেকে বল উড়িয়ে জালে জড়ান বাংলাদেশের ১০ নম্বর জার্সিধারী। ৪২তম মিনিটের গোলে এগিয়ে যাওয়ার পর দুর্দান্ত বাংলাদেশ।

অতিরিক্ত সময়ের শুরুতে নেপালি খেলোয়াড় লাফানো বল আটকাতে ব্যর্থ হলে পেয়ে যান আকলিমা খাতুন, আলতো টোকায় তিনি বল বাড়ান শামসুন্নাহার জুনিয়রের দিকে। তারপর বল টেনে নিয়ে গোলরক্ষককে একা পেয়ে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক।

এন