ফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন
Share on:
কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
আজ রোববার (৯ জানুয়ারি) বিকেলে ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, বিকেল ৪ টা ৫৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয় এবং তা ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে।
প্রায় দেড় ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও এপিবিএন সহসরকারি বিভিন্ন সংস্থার লোকজন। ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে।
এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।
এইচএন