tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অর্থনীতি প্রকাশনার সময়: ১৩ জানুয়ারী ২০২২, ১১:৩০ এএম

টাকার তুলনায় ডলারের দাম সামান্য বাড়বে: অর্থমন্ত্রী


অর্থমন্ত্রী...jpg

দেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, টাকার তুলনায় ডলারের মান বেশি বাড়ার আশঙ্কা নেই।


দেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, টাকার তুলনায় ডলারের মান বেশি বাড়ার আশঙ্কা নেই।

তিনি বলেছেন, রফতানি ও আমদানি বাড়ছে। আমদানির জন্য প্রয়োজন অর্থায়ন। ডলারের বাজার তাই ওঠানামা করবেই। তবে অনেক বেশি ওঠা-নামা হবে না।

গতকাল বুধবার ( ১২ জানুয়ারি) অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বর্তমানে কার্ব মার্কেটে ডলার ৯০ টাকায় লেনদেন হচ্ছে, ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট বেড়ে ৮৬ টাকায় পৌঁছেছে।

ডলারের দাম বাড়িয়ে ৯০ টাকা করার সরকারের পরিকল্পনা আছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্ব মার্কেটের সঙ্গে ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেটে পার্থক্য আছে। তবে আমাদের মূল্যস্ফীতিতে আমদানিজনিত মূল্যস্ফীতিই বেশি।

অর্থমন্ত্রী বলেন, ‘কোভিড পরবর্তী সময়ে রফতানি বাড়ার কারণে আমদানিও বাড়ছে। ট্রেড ডেফিসিটের কারণে আমদানির জন্য ফিন্যান্সিং করতে হয়। তাই মার্কেটে ডলারের দর উঠা-নামা করে।

তবে সেটা অনেক বেশি উঠা-নামা হবে না। আমাদের এখন যে রেট আছে, তা বেশি বাড়ার সম্ভাবনা নেই।’

এদিকে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে রফতানি নীতির (২০২১-২৪) একটি প্রস্তাব নীতিগত অনুমোদন পেয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, বিদ্যমান রফতানি বাণিজ্যের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার কোটি মার্কিন ডলার। প্রস্তাবিত নীতিতে তা বাড়িয়ে আট হাজার কোটি ডলারে উন্নীত করা হয়েছে। সূত্র : বাসস।

এইচএন