tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২২, ১০:০৫ এএম

ইউক্রেন যুদ্ধ অবসানে আলোচনার জন্য প্রস্তুত পুতিন


6

ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনার জন্য এখনও প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন।


শুক্রবার (২১ অক্টোবর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা বলেছেন।

দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, পুতিন ‘প্রথম থেকেই’ ইউক্রেনের সাথে আলোচনার জন্য উন্মুক্ত এবং তার অবস্থানের ‘কোনো পরিবর্তন হয়নি।’

যুদ্ধ অবসানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে করেছেন। এর পরপরই মস্কো নতুন করে তাদের অবস্থানের কথা জানালো।

পেসকভ বলেছেন, ‘আপনাদের হয়তো মনে আছে, প্রেসিডেন্ট পুতিন বিশেষ সামরিক অভিযানের আগেও ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাতে আলোচনা শুরু করার চেষ্টা করেছিলেন।

রুশ ও ইউক্রেনীয় আলোচনাকারীদের মধ্যে একটি নথি প্রায় চূড়ান্ত হওয়ার সময়ও পুতিন আলোচনার জন্য উন্মুক্ত ছিলেন।

সুতরাং সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ইউক্রেনীয় পক্ষের অবস্থান পরিবর্তিত হয়েছে... ইউক্রেনের আইনে এখন কোনো আলোচনা নিষিদ্ধ।’

এন