tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২১:২২ পিএম

টাইগার যুবাদের কোচের দায়িত্বে নাজমুল হোসেন


4

২০২৪ সালের শুরুতে শ্রীলঙ্কার মাটিতে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে চলতি বছর থেকেই নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।


আসন্ন বিশ্বকাপকে ঘিরে নতুন করে টাইগার যুবাদের বোলিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেনকে যুবাদের বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেছে বিসিবি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নাজমুল নিজেই দেশের প্রথমসারির এক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, যুবাদের সর্বোচ্চটুকু উজাড় করেই দীক্ষা দেওয়ার চেষ্টা থাকবে।

নাজমুল অবশ্য এবারই প্রথম কোচের দায়িত্ব পেয়েছেন তা নয়। দীর্ঘদিন ধরেই তিনি বাংলাদেশ দলের পাইপলাইন পেসারদের নিয়ে তৈরি করা ছায়া দল বাংলা টাইগার্সের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে নাজমুলের। গত আসরের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্সেরও বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি।

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল নাজমুলের। লাল-সবুজ জার্সিতে ২ টেস্ট, ৩৮ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টিতে যথাক্রমে ৫, ৪৪ ও ১টি করে উইকেট শিকার করেছেন সাবেক এই ডানহাতি পেসার।

এবি