ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশের অতিরিক্ত ব্যয় ৮ বিলিয়ন ডলার
Share on:
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আমদানি ব্যয় মেটাতে বাংলাদেশের ৮ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে। জ্বালানিসহ বিভিন্ন আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় এই বাড়তি খরচ হয়েছে। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই -ইলাহী মঙ্গলবার এক ওয়েবিনারে এ তথ্য জানিয়েছেন।
সেমিনারে উপস্থিত ছিলেন, প্রফেসর নুরুল ইসলাম, সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ, ড. ম. তামিম, পিডিবির সাবেক চেয়ারম্যান এএসএম আলমগীর কবির, এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য মকবুল ই ইলাহী, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও জ্বালানি সচিব ড. খায়রুজ্জামান মজুমদার প্রমুখ ৷ অনুষ্ঠান সঞ্চালনা করে ইজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দীন।
তৌফিক ই ইলাহী বলেন, একক কোনো জ্বালানির ওপর নির্ভর করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। পরিবেশকে প্রাধান্য দিয়ে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, সৌর বিদ্যুৎ দিয়ে দিনের চাহিদার একটা বড় অংশ পূরণের কথা ভাবছে সরকার।
অন্য বক্তারা বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমদানি নির্ভরতা কমিয়ে দেশি কয়লা গ্যাস উত্তোলন ও অনুসন্ধানে জোর দিতে হবে। এটাই বঙ্গবন্ধুর দর্শন ।
এমবি