tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৭ অগাস্ট ২০২৩, ০৮:৫২ এএম

নাইজারে সশস্ত্র সন্ত্রাসী হামলা, ১৭ সেনা নিহত


1
নাইজারে সশস্ত্র সন্ত্রাসী হামলায় ১৭ সেনা নিহত

পশ্চিম আফ্রিকান দেশ নাইজারে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৭ সেনা সদস্য নিহত হয়েছেন।


মালি সীমান্তের নিকটে হামলার এই ঘটনায় দেশটির আরও ২০ সেনা আহত হয়েছেন বলে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, নাইজারের সশস্ত্র বাহিনীর (এফএএন) একটি দল বনি এবং তোরোদির পেরিয়ে যাওয়ার সময় আক্রান্ত হয়েছে।

সন্ত্রাসীরা তোরোদি থেকে ৫২ কিলোমিটার দক্ষিণপিশ্চিমে সেনাবাহিনীর বহরে অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় অন্তত ১৭ সৈন্য নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, সশস্ত্র সন্ত্রাসী হামলায় আহতদের উদ্ধার করে রাজধানী নিয়ামিতে নেওয়া হয়েছে।

নাইজারের সামরিক বাহিনী বলেছে, সেনাবাহিনীর পাল্টা অভিযানে শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে।

প্রসঙ্গত, বিগত প্রায় একযুগ ধরে মালির মধ্যাঞ্চল, বুরকিনা ফাঁসোর উত্তরাঞ্চল এবং পশ্চিম নাইজার অঞ্চল সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার কেন্দ্র হয়ে উঠেছে।

সাহেল অঞ্চলে সক্রিয় স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ও আইএসের সম্পর্ক রয়েছে। সূত্র: রয়টার্স

এন