tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ২৬ এপ্রিল ২০২৪, ১৮:৩২ পিএম

৭৬ বছরের মধ্যে রেকর্ডভাঙা টানা তাপপ্রবাহ, বৃষ্টির জন্য অপেক্ষা


0

চলমান তাপপ্রবাহ থামার কোনো সুখবর নেই। বরং, প্রতিনিয়ত বাড়ছে দিন, বাড়ছে দেশের তাপমাত্রাও।


চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রার মধ্য দিয়ে যাচ্ছে চুয়াডাঙ্গার শুক্রবারের (২৬ এপ্রিল) দিন। আর রাজধানীসহ সারা দেশের মানুষের অবস্থা হাঁসফাঁস। তারা আছেন বৃষ্টির অপেক্ষায়। আবহাওয়াবিদেরা বলছেন, এবার এই এপ্রিল মাসে টানা যত দিন তাপপ্রবাহ হয়েছে, তা গত ৭৬ বছরে হয়নি। গত বছর (২০২৩) একটানা ১৬ দিন তাপপ্রবাহ হয়েছিল। এবার তাপপ্রবাহ শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। সে হিসেবে আজ টানা তাপপ্রবাহের ২৬তম দিন।

রাজশাহী বিভাগে ১ এপ্রিল থেকে তাপপ্রবাহ শুরু হয়। ৪ এপ্রিল পর্যন্ত বিভাগটির তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। এরপর ঢাকা, খুলনা ও রংপুর বিভাগে তাপমাত্রা বাড়ে। গত সপ্তাহজুড়ে খুলনা বিভাগে, বিশেষ করে চুয়াডাঙ্গা ও যশোরের তাপমাত্রা শীর্ষ তালিকায় ওঠানামা করছিল। আজও চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০ এপ্রিল দুপুর ৩টায় যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া দপ্তরের তথ্যে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪২ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।

সুনির্দিষ্টভাবে ১৯৮১ সাল থেকে সর্বোচ্চ তাপপ্রবাহের উপাত্ত আছে আবহাওয়া অধিদপ্তরের কাছে। সেটি বিশ্লেষণ করে দেখা গেছে, এর আগে ২০১০ সালে রাজশাহীতে সর্বোচ্চ ২০ দিন তাপপ্রবাহ ছিল, তবে তা টানা ছিল না। কিন্তু এবার টানা ২৬ দিন তাপপ্রবাহ হলো।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেছেন, ১৯৪৮ সাল থেকে উপাত্ত বিশ্লেষণ করে দেখেছি, এবারের মতো তাপপ্রবাহ টানা আগে হয়নি। বলা যায়, ৭৬ বছরের রেকর্ড এবার ভেঙে গেল।

এমএইচ