tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৪ পিএম

পাকিস্তানকে উত্তেজনা এড়ানোর আহ্বান গুতেরেসের


UN-c9ce6e876f0dea9620ca357353283919

পাকিস্তানে নির্বাচন সংক্রান্ত সমস্যাগুলো প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।


সোমবার নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতাদের প্রতি এ আহ্বান জানান তিনি। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

সোমবার নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, পাকিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা।

তিনি জানান, পাকিস্তানের সকল সমস্যা আইনি কাঠামোর মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন মহাসচিব। জনগণের স্বার্থে মানবাধিকার ও আইনের শাসনকে সম্পূর্ণভাবে সম্মান করার আহ্বানও জানিয়েছেন গুতেরেস।

পাকিস্তানে সকল প্রকার সহিংসতা ও উত্তেজনা পরিহার করতে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতাদের শান্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন মহাসচিব।সেই সাথে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তদন্তের আহ্বানও জানানো হয়েছে।

এর আগে ভোট কারচুপির অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইইউসহ অন্যান্য দেশ।

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ফলাফল দেরিতে প্রকাশ করা ভোট গ্রহণে কারচুপি ও অনিয়মের অভিযোগ ওঠে। এছাড়া ভোটের দিন মোবাইল পরিষেবা স্থগিত থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রধানত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশজুড়ে বিক্ষিপ্ত বিক্ষোভ করছে।

এনএইচ