জাতীয়
প্রকাশনার সময়: ০২ অক্টোবর ২০২৪, ২১:২৭ পিএম
আইন কমিশনের চেয়ারম্যান হলেন সাবেক বিচারপতি জিনাত আরা
Share on:
আইন কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে অবসরে যাওয়া সাবেক বিচারপতি জিনাত আরা।
বুধবার (২ অক্টেবর) তাকে আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আইন কমিশন আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৯ নম্বর আইন) এর ধারা ৫ এর উপ-ধারা (১) ও (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, সাবেক বিচারপতি জিনাত আরাকে নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বৎসরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। উক্ত পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।
২০২০ সালের ১৪ মার্চ ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে যান আপিল বিভাগের বিচারপতি জিনাত আরা।
এমএইচ