tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৭ পিএম

৪৫০ সেনা হারিয়েছে রাশিয়া : যুক্তরাজ্য


UK

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ভ্লাদিমির পুতিন। ইতোমধ্যে ৪৫০ জনেরও বেশি সেনাসদস্যকে হারিয়েছে রাশিয়া।


ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ভ্লাদিমির পুতিন। ইতোমধ্যে ৪৫০ জনেরও বেশি সেনাসদস্যকে হারিয়েছে রাশিয়া।

তিনি বলেন, রুশ প্রেসিডেন্টের এলিট স্পেৎসনাজ স্পেশাল ফোর্স একটি বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে, যেটি তারা শুরুর দিকে তাদের আক্রমণের প্রথম ধাক্কায় জব্দ করেছিল।

যুক্তরাজ্যের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এসব কথা বলেন।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমাদের মূল্যায়ন, আজ সকাল পর্যন্ত রাশিয়া তার কোনো প্রধান উদ্দেশ্য পূরণ করতে পারেনি। তারা ৪৫০ জনের বেশি সৈন্যকে হারিয়েছে।

তিনি বলেন, ভ্লাদিমির পুতিন ভেবেছিলেন, তিনি একজন মুক্তিদাতা, কিন্তু তার সেই গর্ব ধুলায় মিশে গেছে।

কিয়েভের উপকণ্ঠে রাশিয়ার সৈন্যদের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনী কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকেই ইউক্রেনে একের পর এক হামলা চালাচ্ছে রুশ সেনারা। দ্বিতীয় দিনেও চলছে তুমুল লড়াই।

হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ১৩৭ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রক্তক্ষয়ী এই যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে যুদ্ধবিরোধীরা। সূত্র: স্কাই নিউজ, বিবিসি।

এইচএন