tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৭ মে ২০২৩, ১০:৪৭ এএম

সকালের বৃষ্টিতে রাজধানীতে চরম দুর্ভোগ


5

সকাল থেকেই ঢাকার আকাশে ছিল মেঘের আনাগোনা। বেলা কিছুটা বাড়তেই মেঘে ঢেকে যায় পুরো আকাশ। এরপর শুরু হয় বৃষ্টি। ভ্যাপসা গরম আর তাপদাহের মধ্যে এ বৃষ্টি যেন নগরবাসীর জন্য স্বস্তিরই বার্তা। তবে সকালবেলার এ বৃষ্টিতে খানিক ভোগান্তিতে পড়তে দেখা গেছে অফিস কিংবা বিভিন্ন কর্মস্থলগামী মানুষদের।


বুধবার (১৭ মে) সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীতে শুরু হয় তুমুল বৃষ্টি। এ সময়ে অনেকেই অফিস বা কর্মস্থলে যাচ্ছিলেন। যে যার মতো কাজে যেতে নেমেছিলেন রাস্তায়। কেউ কেউ প্রয়োজনীয় কাজ সারতে বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ ঝুম বৃষ্টিতে যে যেখানে ছিলেন সেখানেই আটকা পড়েন।

বৃষ্টি চলাকলে রাজধানীর রায়েরবাগ, শনির আখড়া, যাত্রাবাড়ী, গুলিস্থান বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের আশেপাশের বিভিন্ন ছাউনির নিচে আশ্রয় নিতে দেখা যায়। বৃষ্টি থেকে গা বাঁচাতে গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে বিপুলসংখ্যক মানুষকে আশ্রয় নিতে দেখা গেছে।

গতকাল মঙ্গলবার রাতেও ঢাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে। সারাদেশেই ঝড়-বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের।

এবি