tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৬ অক্টোবর ২০২৩, ২০:৫৪ পিএম

অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে মুক্তি দিন: জসীম উদ্দিন সরকার


time

অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেফতারের প্রতিবাদে ও দেশজুড়ে আইনজীবী বিশিষ্ট নাগরিকদের পুলিশি হয়রানি বন্ধে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


সাবেক সহকারী এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখার সভাপতি গিয়াস উদ্দিন মিঠুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাবেক সেক্রেটারি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির ট্রেজারার এড. মো. ইউসুফ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি এডভোকেট গোলাম রহমান ভুইয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি এডভোকেট আব্দুল বাতেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি এডভোকেট জালাল উদ্দীন ভূঁইয়া, এড. এ. কে. এম রেজাউল করিম, এডভোকেট আব্দুল করিম, এড. ইমরুল, এড. কায়েস রানা, এড. নূর নবী উজ্জল, এড. রেজাউল ইসলাম, এডভোকেট পারভেজ হোসেনসহ শতাধিক আইনজীবী নেতৃবৃন্দ। প্রতিবাদ সভা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এড. তরিকুল ইসলাম।

অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার বলেন, আইনজীবীরা রাষ্ট্র মেরামতের কারিগর, তারা আইনের কথা বলে, নিপীড়িত নির্যাতিত মানুষের কথা বলে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালায় অথচ তাদেরকেই পুলিশ হয়রানি ও গ্রেফতার নির্যাতন করছে। আইন অঙ্গনে পরিবেশ স্বাভাবিক রাখতে অবিলম্বে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে মুক্তি দিন। বাংলাদেশের সংবিধানে প্রত্যেক রাজনৈতিক দলকেই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার দিয়েছে। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারো নেই। কোনো ব্যক্তিকে অতীতে গ্রেফতার করে, নিপীড়ন করে জনগণের ন্যায় সংগত অধিকার আদায়ের কোনো আন্দোলনকে দমন করা যায়নি। এখনো যাবে না ইনশাআল্লাহ। জনগণের সভা সমাবেশ করার সাংবিধানিক সুযোগ দিন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, পুলিশের অতি উৎসাহি কর্মকর্তাগণ আপনারা সরকারী পোষাক খুলে মুজিব কোর্ট পরে রাজনীতিতে আসেন। প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে দেশের প্রকৃত মালিক জনগণের বিরুদ্ধে কেন আপনারা? দেশে পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে কেন বিশিষ্ট নাগরিকদের হেনস্তা করতে তৎপর হয়ে উঠেছে? অবিলম্বে গ্রেফতারকৃত আইনজীবীদের মুক্তি দিন।

এদিকে ঢাকা জজ কোর্ট প্রাঙ্গনে বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল জজকোর্ট শাখার উদ্যোগে আজ ২৬ অক্টোবর ২০২৩, দুপুর ১টায় অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের প্রচার সেক্রেটারি এড ড. হেলাল উদ্দিন। ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি এডভোকেট আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, অ্যাডভোকেট রোকন রেজা, অ্যাডভোকেট মাঈনুদ্দিন, অ্যাডভোকেট আবুবকর সিদ্দিক, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, এডভোকেট সাজেদুর রহমান, অ্যাডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট আল মামুন রাসেল, অ্যাডভোকেট কামরুল হাসান আনাস, অ্যাডভোকেট ফোরকানুজ্জামান, অ্যাডভোকেট ফয়েজ উল্লাহ সহ বিজ্ঞ আইনজীবী নেতৃবৃন্দ।

ড. হেলাল উদ্দিন বলেন, হাইকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মতিউর রহমান আকন্দকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। যারাই এ অবৈধ সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদেরকেই ন্যক্কারজনভাবে গ্রেফতার করা হচ্ছে। বাংলার মানুষ জেগে উঠেছে। এমন অন্যায় জনগণ আর সহ্য করবে না। অবিলম্বে এডভোকেট মতিউর রহমান আকন্দসহ সকল রাজবন্দীর মুক্তির দাবি জানান।

প্রতিবাদ সভায় আইনজীবী নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে মুক্তি দিতে হবে। আইনজীবীদের গ্রেফতার ও হয়রানি করে বর্তমান আওয়ামী সরকার বাংলাদেশের ক্ষমতার মসনদকে আকড়ে ধরে থাকতে চাই। বর্তমান আওয়ামী সরকারের আমলে বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই, আইনের শাসন নাই এমতাবস্থায় আইনজীবীদের বসে থাকলে চলবেনা দেশের প্রয়োজনে তাদেরকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করতে হবে। আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে আজ দেশের মানুষ জেগে উঠেছে। আমরা মনে করি অচিরেই তাদের এই ফ্যাসিবাদের পরিসমাপ্তি ঘটবে।