ইতিহাসের এই দিনে : ব্রাজিলীয়ান ফুটবলার পেলে’র জন্ম
Share on:
আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’। আজ রোববার (২৩ অক্টোবর) ৭ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ। ২৬ রবিউল আউয়াল, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি :
১১৫৭ ডেনমার্কে গৃহযুদ্ধের অবসান হয়।
১৫২০ অভিষিক্ত হন জার্মানির রাজা প্রথম কার্লোস।
১৭৯০ হাইতিতে দাস বিদ্রোহ হয়।
১৮১৪ ইংল্যান্ডে প্রথম প্লাস্টিক সার্জারি করা হয়।
১৮৫৩ রুশ-তুরস্ক মহাযুদ্ধ শুরু হয়।
১৯১৮ চার্লি চ্যাপলিন মিলড্রেড হ্যারিসকে বিয়ে করেন।
১৯৩২ রেডিওতে ফ্রেড অ্যালেন শো শুরু হয়।
১৯৫৫ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করা হয়।
১৯৫৬ সাবেক সোভিয়েত ইউনিয়নের আধিপত্যের বিরুদ্ধে হাঙ্গেরির জনগণ বিদ্রোহ শুরু করে।
১৯৯১ দক্ষিণ আফ্রিকা ২১ বছর পর বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের অধিকার পায়।
জন্মদিন :
১৮৮১ চিত্রশিল্পী পাবলো পিকাসো।
১৯২৯ বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান।
১৯৪০ এদসোঁ আরাঁচ দু নাসিমেঁতু (জন্ম ২৩ অক্টোবর ১৯৪০), সাধারণত পেলে নামে পরিচিত, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলতেন। ব্রাজিলের হয়ে তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন। তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার। জাতীয় দল ক্যারিয়ার পেলে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন ১৯৫৭ সালের ৭ জুলাই মারাকানায়, আর্জেন্টিনার বিপক্ষে। ২-১ ব্যবধানে হারা সেই ম্যাচে ১৬ বছর ৯ মাস বয়সে ব্রাজিলের পক্ষে প্রথম গোল করে পেলে আন্তর্জাতিক অঙ্গনের সর্বকনিষ্ঠ গোলদাতার স্থান দখল করেন। সে মোট ৭২৭ টি গোল করে ১৯৫৮ ফিফা বিশ্বকাপ সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে পেলে তার প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলেন। ১৯৫৮ সালের ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ডের সেই ম্যাচটা ছিল প্রতিযোগিতার তৃতীয় খেলা। সেই বিশ্বকাপের সর্বকনিষ্ঠ (এবং তখন পর্যন্ত যেকোন বিশ্বকাপ খেলায় সর্বকনিষ্ঠ) খেলোয়াড় পেলের সতীর্থ ছিলেন গ্যারিঞ্চা, যিতো এবং ভাভা। ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করা গোলটি ছিল প্রতিযোগিতায় পেলের প্রথম এবং সেই ম্যাচের একমাত্র গোল, যার সাহায্যে ব্রাজিল সেমিফাইনালে উত্তীর্ণ হয়। ম্যাচের সময় পেলের বয়স ছিল ১৭ বছর ২৩৯ দিন, বিশ্বকাপের গোলদাতাদের মধ্যে সবচেয়ে কম।
১৯৭০ চীনের বিখ্যাত সংবাদদাতা ফান ছাং চিয়াং।
মৃত্যুবার্ষিকী :
১৮৬৭ জার্মান ভাষাবিজ্ঞানী ফ্রান্ৎস বপ।
১৮৭২ ফ্রান্সের বিখ্যাত লেখক ও কবি থিওফিল গৌতিয়া।
১৯১০ থাইল্যান্ডের রাজা চুলালংকর্ন।
১৯২১ টায়ারের উদ্ভাবক জন ডানলপ।
২০১২ বিংশ শতকের শেষার্ধে আবিভুর্ত প্রথিতযশা বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়।
এন