বান্দরবানে পর্যটক ছিনতাইয়ের ৭২ ঘণ্টার মধ্যে ২ জন গ্রেপ্তার
Share on:
বান্দরবানের মেঘলা এলাকায় পর্যটকদের ছিনতাইয়ের ৭২ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত মালামালসহ ২ জনকে গ্রেপ্তার করেছে বান্দরবান জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন।
ছিনতাইয়ের ঘটনায় জড়িত আবদুর রহমান ও মহিউদ্দিনকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মুন্না নামের অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসময় পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, পর্যটন নগরী বান্দরবান সম্প্রীতির জেলা। এখানে এ ধরনের ঘটনা খুবই স্পর্শকাতর বিষয়। তাই এ ঘটনা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
গত সোমবার (১৮ ডিসেম্বর) বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে বিকেল সাড়ে ৫টায় মেঘলা পর্যটন কেন্দ্রের কেবল কার পয়েন্টের ওপরে দোকান ঘর এলাকায় পর্যটক তসলিম উদ্দিন এবং তার স্ত্রী রিতু আকতারের মোবাইল ও টাকা ছিনতাই করে একদল ছিনতাইকারী। এ সময় তাদের ছুরিকাঘাতে করে তসলিম উদ্দিন আহত হন।
আহত পর্যটকের স্ত্রী রিতু আকতার জানান, দুপুরে ময়মনসিংহ থেকে মোটরবাইক নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বান্দরবান আসেন এই তারা। পরে মেঘলা পর্যটন কেন্দ্রে ভ্রমণে যান। সন্ধ্যায় ফেরার পথে কেবল কার পয়ন্টের একটু ওপরে নির্জন এলাকায় পৌঁছালে দুই যুবক তাদের গতিরোধ করে সঙ্গে থাকা সব কিছু দিয়ে দিতে বলে।
এ সময় ছিনতাইকারীরা তার স্বামীকে ছুরিকাঘাত করে আহত করে। পরে তাদের আত্মচিৎকারে পার্শ্ববর্তী দোকান থেকে লোকজন এসে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করা হয়। আহত তসলিমকে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন রায়হান কাজেমি, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এনএইচ