মুসলিম উম্মাহর প্রতি বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবলার মেসুত ওজিলের আহ্বান
Share on:
তুর্কি বংশোদ্ভূত বিশ্বকাপজয়ী সাবেক জার্মান ফুটবলার মেসুত ওজিল বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি যেকোনো পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
তুর্কি বংশোদ্ভূত বিশ্বকাপজয়ী সাবেক জার্মান ফুটবলার মেসুত ওজিল বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি যেকোনো পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
গত শুক্রবার পবিত্র জুমার দিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্ট করেন ওজিল। সেখানে সবাইকে জুমার শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, "দুঃখিত হবেন না। এই দুনিয়ার বেদনা ক্ষণস্থায়ী। সবকিছু ধৈর্যের সাথে সামাল দিন।" তিনি আরও বলেন, "ধৈর্য অবলম্বন করলে তার ফলাফল পাওয়া যায়। যদি ধৈর্য ধারণ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য আরো বড় পুরস্কার অপেক্ষা করছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।"
ওজিলের এই বার্তাটি মুসলিমদের জন্য একটি অনুপ্রেরণা। এটি তাদেরকে যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধরার এবং আল্লাহর উপর ভরসা করার আহ্বান জানায়।
Jummah Mubarak 🤲🏼💙 pic.twitter.com/4WiHrbafIK
— Mesut Özil (@M10) August 18, 2023