tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২০ মে ২০২৪, ২১:২০ পিএম

আন্তর্জাতিক সম্প্রদায়কে যা বললেন শাইখুল আজহার


836464_193

শাইখুল আজহার আহমাদ আল-তায়্যেব বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এক হাতে গাজার জন্য সহযোগিতা করছে। অপর হাতে তাদের বোমা দিয়ে মেরে ফেলার জন্য ইসরাইল যুদ্ধাস্ত্র সরবরাহ করছে। এতে মনে হয়, যেন তারা সিজোফ্রেনিয়া রোগে ভুগছে।


তিনি আরো বলেন, পশ্চিমা বিশ্ব ও ইউরোপকে প্রজ্ঞা কাজে লাগাতে হবে। তাদের জনসাধারণ থেকে মানবতার পাঠ গ্রহণ করতে হবে। অন্যথায় ইসরাইলের সন্ত্রাসবাদকে একচেটিয়া সমর্থন দেয়ার কারণে তাদের চড়া মূল্য দিতে হবে। বিভিন্ন দেশের রাজধানীতে যে বিক্ষোভগুলো হচ্ছে, সেসব এরই ইঙ্গিত বহন করে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী আমেরিকা ও ইউরোপীয়দের সমর্থনে গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে। তারা যুদ্ধ বিমানের সাহায্যে হাসপাতাল, আবাসিক ভবন এবং বেসামরিক ফিলিস্তিনিদের বাড়িঘরগুলো বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। এতে এখন পর্যন্ত ৩৫ হাজার ৪৫০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ৭৯ হাজার ৪৭০ জনেরও বেশি আহত হয়েছে। আরো ১ দশমিক ৭ মিলিয়নকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে।

এমএইচ