tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ০৬ মে ২০২৩, ২০:৩৪ পিএম

ডা. তাহেরের বাড়িতে হামলায় জামায়াত নেতার নিন্দা


৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহেরের চৌদ্দগ্রামের নিজ বাড়িতে হামলা, ভাঙচুর ও তাণ্ডবতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।


শনিবার তিনি এক বিবৃতিতে হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘সরকার মানুষের সকল অধিকার একে একে ধ্বংস করে দিয়েছে। তাদের সন্ত্রাসী বাহিনী জামায়াত নেতাদের বাড়িতে হামলা চালাচ্ছে। এ হামলার শিকার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের। ৫ মে রাত আনুমানিক ৯টার দিকে সন্ত্রাসী বাহিনী ডা. মো: তাহেরের চৌদ্দগ্রামের বাড়িতে ভয়াবহ হামলা চালিয়েছে। এ সময় তারা বাড়ির মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসের ক্ষতি সাধন করে। আমরা এ সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে জনগণকে দাবিয়ে রাখা যাবে না। জামায়াতে ইসলামীর নায়েবে আমিরের বাড়িতে হামলা করে সরকার উস্কানি দিয়ে দেশে নৈরাজ্যকর সৃষ্টি করতে চায়। জনগণ এ ষড়যন্ত্র কখনো বাস্তবায়িত হতে দেবে না, ইনশাআল্লাহ।’

জামায়াত নেতা বলেন, ‘ডা. মো: তাহেরের বাড়িতে হামলার পাল্টা জবাব দেয়ার ক্ষমতা জামায়াতে ইসলামীর আছে। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ও শান্তিপূর্ণ পরিবেশে বিশ্বাসী। উস্কানির কারণে পরিস্থিতির অবনতি হলে সরকারকেই এ যাবতীয় দায়-দায়িত্ব বহন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যারা এ হামলার সাথে জড়িত তাদের সকলকে আইনের আওতায় এনে কঠোর আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’ প্রেস বিজ্ঞপ্তি

এমআই