tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ৩১ জুলাই ২০২২, ১৯:০৮ পিএম

মাদাগাস্কারে ডাকাতের দেয়া আগুনে নিহত ৩২


আগুন রোহিঙ্গা ক্যাম্প

দক্ষিণ-পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলীয় দেশ মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর উত্তরে একটি এলাকায় একাধিক বাড়িতে ডাকাতদের দেওয়া আগুনে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে।


শনিবার (৩০ জুলাই) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আনকাজোভ জেলায় শুক্রবার রাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

মন্ত্রণালয়ের ফেইসবুক পেইজে দেওয়া এক ভিডিওতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল রিচার্ড রাকোকোনিরিনা বলেন, এটা করেছে নিষ্ঠুর দাহালোরা, যারা নারী ও শিশুদেরও জীবন্ত পুড়িয়ে মেরেছে।

তিনি আরও জানান, ওই এলাকায় অপরাধীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সংঘবদ্ধ অপরাধী চক্র ‘দাহালো’ মাদাগাস্কারের অনেক এলাকায় গবাদিপশু চুরি ও নানান ধরনের দস্যুবৃত্তির সঙ্গে জড়িত।

এইচএন