জুনেই পদ্মা সেতু উন্মুক্ত করা হবে : ওবায়দুল কাদের
Share on:
চলতি ২০২২ সালের জুনেই স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
চলতি ২০২২ সালের জুনেই স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সেতু বিভাগে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, এরই মধ্যে সেতুর ৯৬ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আর প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে শতকরা ৯০ দশমিক ৫০ ভাগ।
তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চালু হবে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।এরই মধ্যে টানেলের অগ্রগতি শতকরা ৮০ ভাগ সম্পন্ন হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, এয়ারপোর্ট-আশুলিয়া-ইপিজেড এক্সপ্রেসওয়ে এবং এট-গ্রেডে চারলেন সড়কের কাজ শুরুর প্রস্তুতি শেষ হয়েছে। টেস্ট পাইলিংয়ের কাজও শেষ।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ফেজের মধ্যে এয়ারপোর্টে থেকে বনানী পর্যন্ত প্রথম ফেজের কাজ শেষ হয়েছে শতকরা ৭৮ দশমিক ৫০ ভাগ।
বনানী থেকে মগবাজার অংশের অগ্রগতি হয়েছে শতকরা ৩১ ভাগ।
এইচএন