tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অর্থনীতি প্রকাশনার সময়: ১৮ এপ্রিল ২০২৩, ১৬:১৫ পিএম

একনেক ১৯ হাজার ৫৯৮ কোটি ব্যয়ে ১২ প্রকল্প অনুমোদন


7

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১৯ হাজার ৫৯৯ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।


মঙ্গলবার (১৮ এপ্রিল) শেরেবাংলা নগরে এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভায় জানানো হয়, একনেক বৈঠকে ১৯ হাজার ৫৯৮ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৬ হাজার ২৬০ কোটি ৭২ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১৩ হাজার ২০৩ কোটি ৬৬ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ১৩৪ কোটি ৪৬ লাখ টাকা।

এছাড়া নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি, ২২টি পিলারে পরিবর্তন, নদী শাসন, সংস্কার ও ঠিকাদারের অনিস্পত্তি দাবির কারণে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বেড়েছে ২ হাজার ৪১২ কোটি টাকা।

এর আগে গত ১১ এপ্রিল একনেকে ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৩ হাজার ৬৫৫ কোটি ৯৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ৩ হাজার ১২৯ কোটি ৮৭ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন থেকে ৩২২ কোটি ২১ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে পাওয়া যাবে ১০ হাজার ৫২৬ কোটি ১১ লাখ টাকা।

এবি