নামিবিয়াকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড, কঠিন সমীকরণে ভারত
Share on:
ভারতীয় সমর্থকরা প্রার্থনায় ছিলেন, যেকোনো ভাবে যেন হোঁচট খায় নিউজিল্যান্ড। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। নামিবিয়াকে রীতিমতো উড়িয়ে নিজেদের সেমিফাইনালে যাওয়ার পথ আরও পরিষ্কার করেছে নিউজিল্যান্ড।
ভারতীয় সমর্থকরা প্রার্থনায় ছিলেন, যেকোনো ভাবে যেন হোঁচট খায় নিউজিল্যান্ড।
কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। নামিবিয়াকে রীতিমতো উড়িয়ে নিজেদের সেমিফাইনালে যাওয়ার পথ আরও পরিষ্কার করেছে নিউজিল্যান্ড।
আর এতেই কঠিন হয়ে দাড়িয়েছে ভারতের সেমিতে খেলার সমীকরণ।
আজ শুক্রবার ( ৫ নভেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচটিতে নামিবিয়াকে ৫২ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়া। আগে ব্যাট করতে নেমে শুরুটা ধীরস্থিরভাবেই করে কিউইরা।
উদ্বোধনী জুটিতে ৩০ রান যোগ করেন ডেরেল মিচেল ও মার্টিন গাপ্টিল।
১ চার ও ছক্কায় ১৮ বলে ১৮ রান করে ডেভিড ভিসার বলে গাপ্টিল ও ১৫ বলে ১৯ রান করে স্কটজের বলে আউট হন ড্যারেল মিচেল।
২৫ বলে ২৮ রান করা উইলিয়মাসনকে ফেরান এরাসমাস। শেষদিকে ১ চার ও ৩ ছক্কায় ২১ বলে ৩৯ রানের ঝড় তুলেন গ্লেন ফিলিপস, ২৩ বলে ৩৫ রান আসে জিমি নিশামের ব্যাটে।
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান করে নিউজিল্যান্ড।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে নামিবিয়া। ৪৭ রানের উদ্বোধনী জুটি পায় তারা।
কিন্তু ২৫ বলে ২৫ রান করে মিচেল ভেন লিনগেন ফিরলে এই জুটি ভাঙে। ২২ বলে ২১ রান করে আউট হন স্টিফেন বার্ড। এরপর আর পথ খুঁজে পায়নি নামিবিয়া।
জেন গ্রিনের ২৭ বলে ২৩ ও ডেভিড ভিসার ১৭ বলে ১৬ রান কেবল ব্যবধান কমিয়েছে।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রানের বেশি করতে পারেনি নামিবিয়া।
এই জয়ের পর শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে যেকোনো ব্যবধানে জিতলেই চলবে নিউজিল্যান্ডের।
তখন নামিবিয়ার বিপক্ষে যত বড় ব্যবধানেই জিতুক ভারত, কোনো কাজ হবে না।
এইচএন