tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১১ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ এএম

৯৬ বছর বয়সে মারা গেছেন এফ কেনেডির স্ত্রী


ezgif-4-c639e27ec2-67089c9b0b60f

৯৬ বছর বয়সে মারা গেছেন মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডির বিধবা স্ত্রী এথেল কেনেডি। বৃহস্পতিবার মৃত্যুর বিষয়টি তার পরিবার ঘোষণা করে।


পরিবারের সদস্যরা জানিয়েছেন ,এক সপ্তাহ আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে বুধবার মারা যান আমেরিকার অন্যতম বিখ্যাত রাজনৈতিক পরিবারের এই নারী।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ইথেলের মৃত্যুর কথা ঘোষণা করেছেন সাবেক কংগ্রেসম্যান এবং তার নাতী কংগ্রেসম্যান জো কেনেডি।

অনলাইনে একটি বিবৃতি তিনি লিখেন লিখেন, ‘আমাদের হৃদয়ে পূর্ণ ভালবাসার সাথে যে আমরা আমাদের আশ্চর্যজনক দাদী, এথেল কেনেডির মৃত্যু ঘোষণা করছি। গত সপ্তাহে স্ট্রোকজনিত জটিলতায় তিনি আজ (বুধবার) সকালে মারা গেছেন। তিনি একজন ধর্মপ্রাণ ক্যাথলিক এবং তিনি তার জীবনের প্রেম আমাদের পিতা রবার্ট এফ কেনেডির সাথে পুনরায় মিলিত হয়েছেন জেনে আমরা সান্ত্বনা পেয়েছি। অনুগ্রহ করে তাকে আপনার হৃদয় এবং প্রার্থনায় রাখুন’।

লস অ্যাঞ্জেলস এর অ্যাম্বাসেডর হোটেলের কিচেন এরিয়ায় রবার্ট এফ কেনেডিকে হত্যা করা হয়। হত্যাকান্ডের কিছুক্ষণ আগে, ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল প্রাইমারি বিজয় উপলক্ষে বিজয়ী বক্তৃতা দেওয়া শেষ করেন তিনি।

কেনেডি ছিলেন দলের সবচেয়ে জনপ্রিয় একজন প্রার্থী এবং মনোনয়ন পাওয়াও প্রায় নিশ্চিত ছিল তার। হোটেলের রান্নাঘরের ভেতর দিয়ে যাওয়ার সময় কেনেডিসহ আরও ৫ ব্যক্তিকে গুলি করা হয়।

রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এথেল কেনেডি। সামাজিক ন্যায়বিচার এবং মানবাধিকার নিয়ে এটি অ্যাডভোকেসি সংস্থা, যা বিশ্বজুড়ে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করার জন্য উল্লেখযোগ্য।

২০১৪ সালে, তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দিয়ে সম্মানিত করেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান।

এনএইচ