জাতীয়
প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২৩, ১৮:০০ পিএম
আন্দামান সাগরে লঘুচাপ, ঘনীভূত হতে পারে
Share on:
দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরো ঘনীভূত হতে পারে।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল পর্যন্ত আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, অস্থায়ীভাবে আশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
এমএইচ