গাইবান্ধায় দুই শিশু সহ তিনজনের মৃত্যু
Share on:
গাইবান্ধায় দুই শিশু শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে নদীতে গোসল করতে নেমে দুই শিশু শিক্ষার্থী ও দুলহান পান করে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) জেলার সাদুল্লাপুর ও গোবিন্দগঞ্জে পৃথক পৃথক স্থানে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোবিন্দগঞ্জের সাতআনা বালুয়া গ্রামের বুলু মিয়ার ছেলে হাবিব মিয়া (৬) ও একই গ্রামের বুলবুল হোসেন বুলুর ছেলে আবু বক্কর সিদ্দিক (৭)।
সোমবার দুপুরের দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতআনা বালুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গোবিন্দগঞ্জের কলকুটি মরা নদীতে গোসল করতে গিয়ে তাদের মৃত্যু হয়।
দরবস্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলম এ তথ্য টাইমনিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, ওই দুই শিশু আজ স্কুল থেকে বাড়িতে ফিরে পরিবারের অজান্তে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর শিশুদের খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে কলকুটি মরা নদীর ধারে শিশুদের পরনের প্যান্ট দেখে সন্দেহ হলে নদীতে অনুসন্ধান করে তাদের মরদেহ উদ্ধার করেন।
এছাড়াও গাইবান্ধার সাদুল্লাপুরে দুলহান পান করে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
মৃত গৃহবধুর নাম মোসলেমা বেগম (২৫)। তিনি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হামিদ মিয়ার স্ত্রী।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধুর মৃত্যু হয়।
স্বজনরা জানান, বেশ কয়েকদিন ধরে ভ্যানচালক স্বামী হামিদ মিয়ার সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মোসলেমা বেগমের পারিবারিক কলহ চলছিল। এরই অভিমানে রোববার সন্ধ্যায় ঘরে খাকা দুলহান (চুল কালোর ওষুধ) পান করেন। এরপর রাতের দিকে অসুস্থ হলে মোসলেমাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় গৃহধূর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইয়াসিন আলী টাইমনিউজকে বলেন, দুলহান পান করে মোসলেমা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এমন ঘটনা খুবই দুঃখজনক।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসির মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ হয়নি।
এফএইচ