tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২১, ১৯:৫৬ পিএম

ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়েছে


ভারত-ওমিক্রন.jpg

ভারতে এখন পর্যন্ত করোনার নতুন ধরন ওমিক্রণে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৬ জন।


ভারতে এখন পর্যন্ত করোনার নতুন ধরন ওমিক্রণে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৬ জন।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ভারতে এখন পর্যন্ত ২৬ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

তবে সব আক্রান্তদেরই হালকা লক্ষণ রয়েছে। এদিকে মাস্ক পরা ও সুরক্ষা নিয়মগুলো ব্যাপারে সতর্কতা জারি করেছে ভারত সরকার।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন শনাক্ত হয়। এরপর ধারাবাহিকভাবে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। সূত্র: এনডিটিভি

এইচএন