2 posts in this tag
কল্যাণমূলক সমাজ পেতে বিশ্রামহীন দিন কাটাতে হবে : ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের
বর্তমান ফ্যাসিবাদী সরকার আমীরে জামায়াতসহ শীর্ষ নেতাদের এবং বিরোধীদলের শত শত নেতাকর্মীকে কারাগারে আটক রেখেছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমি সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। সকলকে সম্মিলিতভাবে এই ফ্যাসিবাদী সরকারকে হঠাতে হবে।
চ্যালেঞ্জ মোকাবেলা করে যুবসমাজকে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মাদ তাহের
যৌবনকাল আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক মানুষের অন্যতম নিয়ামত। এ নিয়ামতের কদর করা যুবকের দায়িত্ব। যৌবনকালের দাবি হলো আল্লাহর নির্দেশিত পথে চলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দেখানো পথে ও কল্যাণমূলক কাজে সম্পৃক্ত থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মজবুত কদমে বলিষ্ঠতার সাথে এগিয়ে যাওয়া। এটা ঠিক যে, যুবকদেরকে বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের পক্ষ থেকে যত বাধা-বিপত্তিই আসুক না কেন, তা উপেক্ষা করে আল্লাহর গোলামিয়াতের পথে থাকতে হবে। জীবন দর্শন হিসাবে ইসলামী আদর্শ আজ বিকশিত হচ্ছে। এ আদর্শকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব যুবকদেরকেই নিতে হবে।