tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৫ এপ্রিল ২০২৩, ১০:৩৮ এএম

নিউজিল্যান্ডকে উড়িয়ে দিলো পাকিস্তান


4

পাকিস্তানি পেসারদের আগুনে গাদ্দাফি স্টেডিয়ামে শুক্রবার রাতে পুড়েছে কিউইরা৷ খেলতে পারেনি পুরো ২০ ওভার, তিন অঙ্কের ঘরও স্পর্শ করা হয়নি তাদের।


পাকিস্তানের দেয়া ১৮৩ রান টপকাতে এসে মাত্র ৯৪ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। সুবাদে ৮৮ রানের বড় জয় পেয়েছে বাবর বাহিনী। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০-এ এগিয়ে গেল তারা।

গাদ্দাফি স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে ব্যাট করতে নেমে ৪.২ ওভারে মাত্র ৩০ রানে দুই ওপেনারকেই হারায় পাকিস্তান। রিজওয়ান ১০ বলে ৮ ও বাবর ফেরেন ৭ বলে ৯ রানে৷ তবে দ্বিতীয় উইকেট জুটিতে স্বাগতিকদের হাল ধরেন সাইম আইয়ুব ও ফখর জামান। দু'জনে মিলে গড়ে তুলেন ৪৪ বলে ৭৯ রানের জুটি।

ব্যাট হাতে সাচ্ছন্দ্যে ঝড় তুলেন সাইম, তবে শেষটা সুন্দর হয়নি। রান আউটের ফাঁদে পড়ে অর্ধশতক হাতছাড়া হবার ব্যথা নিয়েই ফিরতে হয় তাকে। আউট হবার আগে খেলেন ২৮ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস। এরপর ম্যাট হ্যানরির জোড়া শিকার হয়ে ফখর জামান ও ইফতেখার আহমেদ ফেরেন দ্রুত।

পরের ওভারেই ফেরেন ফখর জামানও, তিনিও আউট হন ৪৭ রান করে। দ্রুত ৪ উইকেট পড়ে যাওয়ায় পথ হারায় পাকিস্তান। এরপর ইমাদ যদিও ওয়াসিম ও ফাহিম আশরাফ চেষ্টা করেছিলেন বটে, তবে বড় হয়নি দু'জনেরই ইনিংস। ১৩ বলে ১৬ রান করে ওয়াসিম ও ১৬ বলে ২২ রান করে আউট হন ফাহিম। ফলে ১ বল বাকি থাকতেই ১৮২ রানে অলআউট হয়ে পাকিস্তান। শেষের দিকে হারিস রউফের ৫ বলে ১১ রানের যেখানে বড় অবদান।

শুধু ব্যাট হাতে নয়, বল হাতে নিজের আসল দায়িত্ব পালনেও হারিস ছিলেন বেশ দাপুটে। কিউই অধিনায়ক টম লাথামকে দিয়ে শুরু করেছিলেন, বেন লিস্টারের স্ট্যাম্প ভেঙে শেষ। মাঝের এই সময়ে ১৭ রান দিয়ে রউফ তুলে নিয়েছেন কিউইদের চার চারটা উইকেট।

অবশ্য শুরুটা করেছিলেন জামান খান, মাত্র ৬ রানের মাথায় নিউজিল্যান্ডে উদ্বোধনী জুটি ভেঙে ফেরত পাঠিয়েছিলেন চাঁদ বোসকে (১)। অতঃপর শাহিন শাহ আফ্রিদি কোনো রান করার আগেই স্ট্যাম্প ভাঙেন উইল ইয়াংয়ের৷ আর ফাহিম আশরাফ ফেরান মাত্র ৪ বলে ১১ করে ফেলা ডেরিয়েল মিচেলকে।

এরপরই শুরু রউফ অধ্যায়। লাথামকে ২০ রানে ফেরানোর পর জিমি নিশাম (১৫) ও রাঁচিন রাবিন্দ্রকে ফেরান রউফ। মাঝে এডাম মিলনে ও ম্যাট হ্যানরিকে ফেরাম ইমাদ ওয়াসিম। শাদাব খানের শিকার ইনিংসের সর্বোচ্চ স্কোরার মার্ক চাপম্যান, ২৭ বলে ৩৪ রান করেন তিনি।

আজ শনিবারই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দুই দল। এই ম্যাচও অনুষ্ঠিত হবে গাদ্দাফি স্টেডিয়ামে।

এন