সাকিবের নেতৃত্বে বদলে যাবে বাংলাদেশ : নাজমুল হাসান পাপন
Share on:
টি-টোয়েন্টিতে বর্তমান সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। টানা হারে অধিনায়কত্বে পরিবর্তন আনা হয়েছিল দলে। আসন্ন এশিয়া কাপ দিয়ে আবার নেতৃত্বে ফিরছেন সাকিব আল হাসান।
আর নিজেদের দুর্দিন ঘোচাতে সাকিবের নেতৃত্বে এশিয়া কাপে দল বদলে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার (১৮ অগাস্ট) মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ইঙ্গিত দিয়েছেন, এশিয়া কাপ দিয়ে টি-টোয়েন্টিতে ছন্দ ফিরতে গোটা দলের মানসিকতা।
পাপন বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা শক্তিশালী দল নই। কী করা যায় এটা নিয়ে ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এই এশিয়া কাপে পুরো মানসিকতা, চিন্তাধারা সব কিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি। দেখতে চাই নতুন করে শুরু করা যায় কিনা।’
বিসিবি সভাপতি বলেন, ‘এশিয়া কাপ কিন্তু বিশ্বকাপের পর সবচেয়ে বড় আসর। গত বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। হঠাৎ করে এখন এত তাড়াতাড়ি বের হতে পারব কি-না জানি না। আমাদের মাথায় যদি চিন্তাধারা থাকে আমরা উন্নতি করতে চাই আর এই চিন্তা যদি এশিয়া কাপ থেকে শুরু না করি তাহলে বিশ্বকাপে গিয়ে আরও খারাপ অবস্থা হবে।’
এদিকে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল দিয়েছে বিসিবি। এই স্কোয়াডে ব্যাটসম্যানের ছড়াছড়ি হলেও এনামুল হক বিজয় আর পারভেজ হোসেন ইমন ছাড়া স্বীকৃত কোনো ওপেনার নেই। বিকল্প ভবনায় আছেন শেখ মেহেদী হাসান। এর বাইরে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানকে ভাবনায় রেখেছে টিম ম্যানেজমেন্ট। পাপন সিদ্ধান্ত ছেড়েছেন সাকিবের ওপর।
পাপন জানান, ‘তামিম নেই, লিটন নেই। কপাল ভালো বিজয়কে কয়েক মাস আগে যুক্ত করা হয়েছিল, এখন ও অন্তত আছে। আরও কয়েকজনকে দিয়েও তো চেষ্টা করেছি। মুনিম কয়েকটা ম্যাচ এবং ইমন একটা ম্যাচ, কিন্তু যথেষ্ট নয়। ওদেরকে আরও সময় দিতে হবে।’
এইচএন