tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২৩, ২০:২৭ পিএম

আমাদের অধিকার আমাদেরকেই আদায় করতে হবে: মোবারক হোসাইন


Jhenaidah_04_10_2023

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসেন বলেন, কেউ আমাদের অধিকার আদায় করে দিবে না।


আমাদের অধিকার আমাদেরকেই আদায় করতে হবে। এজন্যে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে আমাদেরকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে। এই নির্বাচনে দেশের মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন গড়ে উঠেছে। অধিকার আদায়ের এই আন্দোলনে সর্ব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য আমি দেশবাসী সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বুধবার (৪ অক্টোবর) বুধবার ঝিনাইদহ জেলা জামায়াত আয়োজিত জেলা আমীর জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর-এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আব্দুল আওয়াল-এর সঞ্চালনায় এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোবারক হোসাইন বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠন সম্ভব নয়। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ, যোগ্য, আল্লাহভীরু ও আমানতদার নেতৃত্ব তৈরি করার প্রোগ্রাম হাতে নিয়ে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে সকল স্তরের জনশক্তিকে কুরআন-হাদীস বুঝে বুঝে অধ্যয়ন করতে হবে এবং নিজেদেরকে সৎ, যোগ্য ও আমানতদার হিসেবে জনগণের সামনে উপস্থাপন করতে হবে। ইসলামের কল্যাণকামিতা বাস্তব প্রাক্টিসের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে হবে। বিপদাপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের ভালবাসা ও আস্থা অর্জনের মাধ্যমে আগামী নির্বাচনে আমাদের বিজয়ের পথ সহজ হবে, ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির আলোচনায় অধ্যাপক মতিয়ার রহমান বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে তিনি সর্বস্তরের জনশক্তিকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করে আমাদেরকে নির্বাচনী কাজ চালিয়ে যেতে হবে।

থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠানে জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি