tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৩ অক্টোবর ২০২২, ০৮:৩৩ এএম

ছয় দশকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি দিল্লিতে


বৃষ্টি১

অক্টোবরের প্রথম ১০ দিনে ১২৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। বৃষ্টিপাতের এই পরিমাণকে অস্বাভাবিক রকমের বেশি বলে মনে করছেন দেশটির আবহাওয়াবিদরা।


পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে দিল্লিতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল ১৯৫৪ সালে। ওই অক্টোবরে ১৩৮.২ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছিল। অন্য দিকে, ১৯৫৬ সালের অক্টোবরে ২৩৬.২ মিলিমিটার বৃষ্টির দাপট সয়েছিলেন দিল্লিবাসী। তারপর থেকে অক্টোবরে এত বৃষ্টি আর হয়নি।  

ভারতের আবহাওয়া অফিস বলছে, অক্টোবরের ১ থেকে ১০ তারিখের মধ্যে সপ্তাহের ৬ দিনই ভারী বৃষ্টি হয়েছে দিল্লি জুড়ে। তার মধ্যে ৩ দিন প্রায় একটানা বৃষ্টি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত তার পরিমাণ দাঁড়িয়েছে ১২৮.৬ মিলিমিটার। 
২০১৭, ২০১৮ এবং ২০২০ সালের অক্টোবরে দিল্লিতে একফোঁটাও বৃষ্টি হয়নি। ২০১৯ সালের অক্টোবরে কেবল ৪৭.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিল দিল্লিতে। 

এ বৃষ্টিপাতের কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন, অন্ধ্রপ্রদেশের উপকূল হয়ে বঙ্গোপসাগরে দিকে একটি ঘূর্ণাবর্ত এগোচ্ছে। পাশাপাশি, আরব সাগর থেকে আর্দ্রতা বয়ে আনছে পশ্চিমী ঝঞ্ঝা। এই দুইয়ের জেরে দিল্লিতে বৃষ্টি হচ্ছে। 

এমআই