tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০১ জুন ২০২৪, ১৫:৪৯ পিএম

প্রেমিকা খুঁজে দিতে দিল্লি পুলিশের কাছে আবেদন, অতঃপর…


image_92938_1717226216
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একজন প্রেমিকা খুঁজে দেওয়ার জন্য দিল্লি পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন নিঃসঙ্গ এক যুবক। তিনি লেখেন, “আমার প্রেমিকা কবে আসবে? আমি এখনো সিঙ্গেল। এটা ঠিক নয়, দিল্লি পুলিশের উচিত আমাকে একজন প্রেমিকা খুঁজে পেতে সাহায্য করা।”


পুলিশের কাছে প্রেমিকা খুঁজে দেওয়ার আবেদন করা ওই যুবকের নাম শিবম। নিজের নিঃসঙ্গতাকে বোঝাতে ইংরেজিতে ‘সিঙ্গেল’ লিখতে গিয়ে আবার বানান ভুলে তিনি লিখেন ‘সিগন্যাল’।

মজার বিষয় হলো—ভারতের দিল্লির ওই যুবকের আবেদনে সাড়া দিয়েছে রাজ্য পুলিশ। যুবকের টুইটটি শেয়ার করে দিল্লি পুলিশের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘স্যার, আমরা তাকে খুঁজে পেতে সাহায্য করতে পারি ঠিক তখনই যদি তিনি নিখোঁজ হন।’

বানান ভুলে “সিগন্যাল” লেখা নিয়ে রসিকতা করতে ছাড়েনি পুলিশ। পুলিশ লিখেছে, আপনি যদি সিগন্যালই হয়ে থাকেন, তা হলে বলব সবুজ থাকুন। একদেই লাল হতে যাবেন না। প্রথমত শিবমের এমন অদ্ভুত আর্জি, তার ওপর দিল্লি পুলিশের রসপূর্ণ জবাব-- সব মিলিয়ে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে টুইট পোস্টটি।

এখন পর্যন্ত দিল্লি পুলিশের ওই পোস্টটি পৌনে সাত লাখেরও বেশি ভিউ হয়েছে। পোস্টটির লাইক বাটন চেপেছেন ১৭ হাজারের বেশি মানুষ। আর প্রায় আড়াই হাজার মানুষ এই নিজেদের মতামত দিয়েছেন। অপরদিকে শিবমের পোস্টটি ভিউ হয়েছে প্রায় সাড়ে আট লাখ।

দিল্লি পুলিশের পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘সিঙ্গেলরা যে দুঃখী, এটা সত্য। তবে এর জন্য দিল্লি পুলিশের সাহায্য চাওয়া একটু বেশিই হয়ে গেছে। তারপরও অনুভূতি প্রকাশ করা গুরুত্বপূর্ণ। লোকটির জন্য শুভকামনা। তাকে বোঝার জন্য দিল্লি পুলিশকে ধন্যবাদ।’

আরেকজন লিখেছেন, ‘যদি ব্যক্তিটি সিঙ্গেল না লিখে সিগন্যাল লিখে থাকেন, তবে তিনি অনেকের কাছেই এখন লাল আলো হয়ে গেছেন।’

মন্তব্যকারীদের বেশির ভাগই পোস্টটি নিয়ে হাস্যরসে মেতে উঠেছিলেন। অনেকেই দিল্লি পুলিশের রসবোধের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার কাজ বা দিয়ে এসব বিষয় নিয়ে মেতে থাকার জন্য পুলিশের সমালোচনাও করেছেন।

এনএইচ