tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ০৬ নভেম্বর ২০২৩, ১২:০৩ পিএম

চট্টগ্রামে আরও এক বাসে আগুন


bus-fire_20231106_111511667

চট্টগ্রামের আরও একটি পোশাক শ্রমিকবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


সোমবার (৬ নভেম্বর) ভোর ৪টার সময় জেলার আনোয়ারা উপজেলার চাতরি চৌমুহনী বাজারে ট্রাফিক পুলিশ বক্সের পাশে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর আনোয়ারা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার সময় পুলিশ বক্সে কেউ ছিল না।

আনোয়ারা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মং সুইনু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর ৫টার আগে টেলিফোনে খবর পাই, চাতরি চৌমুহনী বাজারে এক বাসে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, বাসটি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। তার আগে আমরা পুলিশকে খবর দিই।

ক্ষতিগ্রস্ত বাস মালিক নাইম উদ্দিন জানান, আগুনে পুড়ে যাওয়া আমার চট্টমেট্রো জ ১১-০৭২৩ সিরিয়ালের বাসটি চাতরি চৌমুহনী বাজারের পুলিশ বক্সের পাশে রাতে পার্কিং করা ছিল। সকালে কেইপিজেড শ্রমিকদের কারখানায় নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সোমবার ভোর ৪টার সময় মসজিদে আযানের সময় আমার এক গাড়ি চালক ফোন করে আমাকে খবর দেয় যে, আমার বাসে আগুন দেওয়া হয়েছে। এসে দেখি আগুনে আমার পুরো গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

আমি আসার পর ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ করে। পরে পুলিশের পরামর্শে আমি আমার গাড়িটি মেরামত করতে নিয়ে আসি।

এনএইচ