দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হোন : নাজিম উদ্দীন মোল্লা
Share on:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা বলেছেন, দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হোন ।
বুধবার ( ১৭ জানুয়ারি ) রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের বাড্ডা দক্ষিণ থানার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, সারাদেশের মত রাজধানীতেও প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও সরকার দুর্গতদের দূর্দশা লাঘবে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আমরা আমাদের সীমিত সামর্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর সাধ্যমত চেষ্টা করছি। তিনি শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সাধ্যমত সবকিছু সবকিছু করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
নাজিম উদ্দীন মোল্লা বলেন, নাগরিকের সকল সমস্যার সমাধানের দায়িত্ব রাষ্ট্র ও সরকারের। সে শর্তেই প্রত্যেক নাগরিক রাষ্ট্রকে কর দিয়ে থাকে। কিন্তু দেশে ন্যায়-ইনসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় নাগরিকরা রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে শীতবস্ত্রসহ মানুষের নাগরিক জীবনের অতিতুচ্ছ সমস্যা সমাধানের জন্য মানুষ হয়ে মানুষের কাছে হাত পাততে হচ্ছে। তাই গণমানুষের সকল সমস্যা সমাধানের জন্য দেশকে ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণে রাষ্ট্রে পরিণত করার কোন বিকল্প নেই।
থানা আমীর বিশিষ্ট শিক্ষাবিদ এম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি এম হাসান, থানা কর্মপরিষদ সদস্য মোঃ আরাফাত, এস ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী কে এম মিজান প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি