পবিত্র কোরআন পোড়ানো ঘটনায় ক্ষমা চেয়েছে সুইডেন
Share on:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সুইডেনে পবিত্র কোরআন পোড়ানো ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঢাকায় দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিএডিকে ডেকে নিন্দা ও জড়িত ব্যক্তির শাস্তি দাবি করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
একইসঙ্গে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানিয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন মন্ত্রী।
রাষ্ট্রদূত জানিয়েছেন, সুইডেন সরকার এ জন্য ক্ষমা চেয়েছে এবং যে ব্যক্তি কাজটি করেছে তাকে তারা গ্রেফতার করেছে। এ লোকটি বলেছিলেন যে, তিনি শুধু তার বক্তব্য প্রকাশ করবেন। কিন্তু সেখানে যে কোরআন পোড়াবেন সেটা তিনি বলেননি।’
এর আগে তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সুইডেনে কোরআন পোড়ানের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি সুইডেনের রাষ্ট্রদূতকে ডেকে এ ঘটনার প্রতিবাদ করার দাবি জানান।
এন