পুলিশের হামলা, গ্রেফতার ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন: এটিএম মা’ছুম
Share on:
তিনি বলেন, গণতন্ত্র হরণকারী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। ভাত ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষকে কথা বলতে দেয়া হচ্ছে না।
বিরোধীদলের নেতাকর্মীদের বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে। হামলা চালিয়ে বাড়ির মূল্যবান জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করা হচ্ছে। গণগ্রেফতার চালিয়ে দেশটাকে আজ এক বৃহৎ কারাগারে পরিণত করেছে। রাজশাহী মহানগরীর দামকুড়া থানা জামায়াতের আমীর আবদুল লতিফসহ গত ২ দিনে দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৪ জন নেতাকর্মীকের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান জেলগেট থেকে রি-এ্যারেস্ট করা হয়েছে। আমি সরকারের এইসব জুলুম-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বুধবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে এসব কথা বলেন।
আমরা রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক কর্মকাÐ বন্ধ করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ও রাজশাহী মহানগরীর দামকুড়া থানা জামায়াতের আমীর আবদুল লতিফসহ সারাদেশে আটক সকল নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।
বি বৃ তি