tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২১, ১৫:০৩ পিএম

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনা, ২ বাংলাদেশী নিহত


লকি.jpg

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপ প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত হয়েছেন।


দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপ প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত হয়েছেন।

নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের সোলায়মান মিয়ার বাড়ির লিয়াকত উল্যার বড় ছেলে জাফর আহমেদ (৩২) ও ঢাকার আমিনুল ইসলাম (৩০)।

গত সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্নকেপ প্রদেশের জর্জের বোফট ওয়েস্ট এলাকায় মহাসড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত জাফর আহমেদ ছিলেন পাইকারি ব্যবসায়ী। আমিনুল ইসলাম চাকরি করতেন বলে জানা গেছে।

এ নিয়ে দেশটিতে চলতি মাসে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত হলেন।

জাফর আহমদের ছোট ভাই আফ্রিকা প্রবাসী ইব্রাহিম আরজু জানান, তার ভাই ফ্লাইট চালু হলে কিছু দিনের মধ্যে দেশে গিয়ে বিয়ে করার কথা ছিল। তার বাবা তার বিয়ের জন্য পাত্রী দেখে প্রাথমিকভাবে পছন্দ করে রেখেছেন। কিন্তু তার বিয়ে করা হলো না।

জাফর প্রায় ১০ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন। এলাকায় তার সুনাম রয়েছে। তার অকাল মৃত্যুতে নিহত জাফরের বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এইচএন