tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৪ পিএম

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৪


45

পাকিস্তানে আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেলুচিস্তানে ঘটা এ বিস্ফোরণে অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া আহত হয়েছে ১৪ জন।


প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ৫০০ কিলোমিটার দূরে বারখান এলাকায় এই বিষ্ফোরণ হয়।

স্থানীয় পুলিশ প্রধান সাজ্জাদ আফজাল বলেন, বোমাটি একটি মোটরসাইকেলের সঙ্গে সংযুক্ত ছিল ও রিমোট কন্ট্রোল দ্বারা বিস্ফোরিত হয়।

তিনি বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া বেশ কিছু দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গত বছরের ২৫ ডিসেম্বর বেলুচিস্তানের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন ক্যাপ্টেনসহ নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য প্রাণ হারাণ। সম্প্রতি পাকিস্তানে এ ধরনের হালার ঘটনা বেড়েছে।

সম্প্রতি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ব্যাপক হতাহত হয়। এতে প্রাণহানির সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়। সূত্র: আল-জাজিরার

এমআই