tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৮ এপ্রিল ২০২২, ০৯:৫৪ এএম

পবিত্র শবে কদর আজ


শবে কদর

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর পালন করা হবে। মুসলমানদের নিকট অত্যন্ত মহিমান্বিত রাত শবে কদর।


এবারও দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ইবাদত-বন্দেগিতে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র শবে কদর পালন করবেন।

এ রাত ‘হাজার মাসের চেয়েও উত্তম’। কারণ এই রাতেই শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর ওপর পবিত্র কুরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে ‘কদর’ নামে একটি সূরাও নাজিল হয়।

এ রাতে ইবাদত-বন্দেগি এবং কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করে থাকেন।

এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয়। সারা বিশ্বের মুসলমানদের কাছে তাই এই রাত অনেক পুণ্যময় ও মহিমান্বিত।

এইচএন