tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৬ মার্চ ২০২৪, ১৯:৩৫ পিএম

রমজান মাসেও দ্রব্যমূল্য নিযয়ন্ত্রণে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে : মুজিবুর রহমান


অধ্যাপক-মুজিবর-রহমান

বাংলাদেশ জামায়াতের ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পবিত্র রমজান মাসেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।


এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের প্রতি তাদের কোনো দায়-দায়িত্ব নেই। রমজান মাসেও জনগণ দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে সঠিকভাবে খেতে পারছে না, বিনা ভোটে নির্বাচিত এই সরকারের দায়িত্বহীনতার কারণে ব্যাংকগুলো একে একে অর্থশূন্য হয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে। এটাকে সামাল দিতে গিয়ে ব্যাংকগুলোকে একীভূত করছে সরকার।

শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আয়োজিত বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, যে সরকার জনগণের প্রতি দায়িত্ব পালন করতে পারে না ও জনগণের ভোটে নির্বাচিত নয়, সে সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

জামায়াতের নায়েবে আমীর বলেন, দেশ থেকে দারিদ্র্য বিমোচন করতে গেলে সর্বপর্যায়ে যাকাতের প্রচলন করতে হবে। আর যাকাত সঠিকভাবে আদায় করতে হলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ইসলামী রাষ্ট্র যতদিন প্রতিষ্ঠা হবে না ততদিন হক আদায় করে যাকাত আদায় করা সম্ভব হবে না।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, রমজান মাস হল নৈতিক শক্তি অর্জনের মাস। এ মাসে মানবতার মুক্তির জন্য হক এবং বাতিলের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তার মূল শক্তি ছিল নৈতিক শক্তি। মাওলানা আবদুল হালিম রুকনদের উদ্দেশে বলেন, সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সংগঠনের যে কোনো কর্মসূচি বাস্তবায়নে শীসা ঢালা প্রাচীরের মতো ভূমিকা পালন করতে হবে।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় ভার্চুয়ালি আয়োজিত রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলালসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি‌//এমএইচ