বৃষ্টির কারণে পাকিস্তান-শ্রীলঙ্কা টসে বিলম্ব
Share on:
টস হওয়ার সময় বাংলাদেশ সময় বিকাল ৩টা। কিন্তু কলম্বোর আকাশ ভালো নেই। বৃষ্টি হচ্ছে ক্ষণে ক্ষণে। যে কারণে টসেও বিলম্ব হচ্ছে। সময় মত টস করতে নামতে পারেননি দুই দলের অধিনায়ক দাসুন শানাকা এবং বাবর আজম।
আপাতত বৃষ্টি থামার অপেক্ষায় দুই দলের অধিনায়ক এবং আম্পায়াররা। বৃষ্টি থামার পরপরই খেলা হয়তো শুরু করা সম্ভব হবে না। কারণ, মাঠ খেলার উপযোগি করতেও সময়ের প্রয়োজন।
সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এগিয়েছিলো পাকিস্তান। শ্রীলঙ্কাও নিজেদের প্রথম ম্যাচে হারায় বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচে এসে উভয় দলই হেরেছে ভারতের কাছে। ওই দুই ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত।
আজ পাকিস্তান-শ্রীলঙ্কার মুখোমুখি লড়াই অঘোষিত ফাইনাল। হারলেই বিদায়। জিতলে ফাইনাল। যদিও গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একাদশে ৫টি পরিবর্তন এনেছে পাকিস্তান। ফাখর জামান, আগা সালমান, ফাহিম আশরাফ, হারিস রউফ এবং নাসিম শাহ বাদ পড়েছেন একাদশ থেকে। নতুন করে একাদশে নেয়া হয়েছে মোহাম্ম হারিস, সউদ শাকিল, মোহাম্মদ নহওয়াজ, মোহাম্মদ ওয়াসিম এবং জামান খানকে।
কিন্তু পরিবর্তিত এই একাদশকে তো পরীক্ষা করারই সুযোগ মিলছে না, বৃষ্টির কারণে।
এমআই