tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৯ পিএম

রাবি’র আবাসিক হল থেকে পুলিশ প্রত্যাহার


RU.jpg

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদের সকল আবাসিক হল থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ এখন থেকে প্রবেশপথগুলোতে অস্থায়ী পুলিশ বক্সে অবস্থান করবে।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদের সকল আবাসিক হল থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ এখন থেকে প্রবেশপথগুলোতে অস্থায়ী পুলিশ বক্সে অবস্থান করবে।

আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আসাবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ সিদ্ধান্ত সাময়িক। বৃহস্পতিবার রাতে পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে।

প্রক্টর জানান, দিন-দুপুরে শিক্ষার্থীরা ছিনতাইয়ের কবলে পড়েছে। এমন স্থানগুলোতে পুলিশ অবস্থান নেবে।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বহিরাগতরা প্রবেশ করতে পারবে না।

তবে রাবির ১৭টি হলের মধ্যে ছাত্রদের ১১ হলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিন ধরে হলের শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন ছিল।

এইচএন