গাজায় বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ চালাচ্ছে ইসরাইল
Share on:
ইসরাইলি সামরিক বাহিনী দিনে গড়ে ২৫০ জন করে ফিলিস্তিনিকে হত্যা করছে। আর তা সাম্প্রতিক বছরগুলোতে সংঘঠিত বড় যেকোনো যুদ্ধের দৈনিক মৃত্যুর হারকে ছাড়িয়ে গেছে।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অক্সফাম এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
অক্সফামের বিবৃতিতে বলা হয়, কেবল ইসরাইলি বোমায় নয়, ক্ষুধা, রোগ, ঠান্ডা ইত্যাদি কারণেও গাজায় ফিলিস্তিনিদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। এতে উল্লেখ করা হয়, গাজায় যে পরিমাণ খাদ্যের প্রয়োজন হয়, তার মাত্র ১০ ভাগ সেখানে যাচ্ছে। তাছাড়া কম্বল, গরম পানি ও জ্বালানির মতো মৌলিক প্রয়োজনগুলোর মারাত্মক অভাব রয়েছে।
অক্সফামের মধ্যপ্রাচ্য পরিচালক স্যালি আবি খলিল বলেন, 'গাজার ওপর ইসরাইল যে মাত্রার নৃশংসতা চালাচ্ছে তা সত্যিই আতঙ্কজনক। ১০০ দিন ধরে গাজার লোকজন দোখজের মতো কষ্ট করছে। সেখানকার কোনো স্থান নিরাপদ নয়, সব লোক দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে।'
তিনি বলেন, 'অকল্পনীয় বিষয় যে আন্তর্জাতিক সম্প্রদায় ২১ শতকের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ ছড়িয়ে পড়তে দেখছে। অথচ তারা অব্যাহতভাবে যুদ্ধবিরতির আহ্বান প্রতিহত করে যাচ্ছে।'