কারখানা চালু থাকলে শ্রমিকরা ভেতরে নিরাপদ থাকবে : বিকেএমইএ সভাপতি
Share on:
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আমাদের ফ্যাক্টরিগুলো যদি চালু রাখতে পারি, তাহলে আমাদের শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কারখানার ভেতরে অবস্থান করতে পারবে। তা না হলে তাদের ভিন্ন কাজে ব্যবহার করা হতে পারে। পাশাপাশি স্বল্পপরিসরে হলেও ইন্টারনেট সেবা চালু করার দাবি জানিয়েছেন তিনি।
গত সোমবার (২৩ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।
গণভবনে অনুষ্ঠিত এই বৈঠক তিনি বলেন, আমরা ব্যবসায়ী সমাজ সরকারের পাশে সবসময়ই ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। তিনি বলেন, ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আপনার কাছে একটি অনুরোধ আছে। সেটি হচ্ছে—আমাদের ফ্যাক্টরিগুলো যাতে চালু রাখতে পারি, সেই ব্যবস্থা করে দেন। তাহলে আমাদের শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কারখানার ভেতরে অবস্থান করতে পারবে। তা না হলে তাদের ভিন্ন কাজে ব্যবহার করতে পারে। তাই আমরা মনে করি শ্রমিকদের কারখানার ভেতরে থাকা নিরাপদ। এই বিষয়টি একটু দেখবেন।
আর একটি বিষয় হচ্ছে আমাদের ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় আমাদের আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কারণ আমাদের এখন সব কাজই ডিজিটাল পদ্ধতিতে করা হয়। এ অবস্থায় স্বল্পপরিসরে হলেও যাতে ইন্টারনেট সরবরাহ করা যায়, তাহলে আমরা আমাদের বায়ারদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি।
মোহাম্মদ হাতেম বলেন, আমরা স্মরণ করছি, প্রধানমন্ত্রী কভিডের সময় ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষকে আপনি (প্রধানমন্ত্রী) যেভাবে স্বাভাবিক জীবনধারায় ফিরিয়ে এনেছেন, যার ফলে আমরা আবার ঘুরে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু ব্যবসা-বাণিজ্য নিয়ে যখন সারাবিশ্বে একটি সংকট চলছে, এমন অবস্থায় বর্তমানে আমরা আবারও নতুন করে একটি সংকটে পড়ে গেছি, যা দেশের অর্থনীতির জন্য আরও সংকট তৈরি করবে। আমরা ব্যবসায়ীরাও বড় ধরনের ক্ষতিতে পড়ে গেছি।
তিনি বলেন, এমন পরিস্থিতি আমরা কখনোই আশা করিনি। গত কয়েকদিনে আমরা যে তাণ্ডব দেখেছি, আমরা আশা করব সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ পদে যারা আছেন, তারা নিশ্চয়ই বিষয়গুলো উদ্ঘাটন করবেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা এনবেন। এবং দ্রুতই স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনবেন।
এনএইচ