tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২৩, ১৫:০৮ পিএম

ঢাকা-১২ আসনের নির্বাচনী প্রচারণায় শুধুই নৌকা


dhaka-3-20231230145248

আর মাত্র সাত দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে বরাবরের মতোই ঢাকার আসনগুলোর দিকে সবার বাড়তি নজর।


শনিবার (৩০ ডিসেম্বর) ওই আসনের আওতাধীন মুধবাগ, পেয়ারাবাগ, খেজুরগাছের গলি, ওয়্যারলেস, হাতিরঝিল, দিলু রোড এবং তেজগাঁও শিল্প এলাকা ঘুরে একমাত্র নৌকার ক্যাম্প ছাড়া কারও নির্বাচনী ক্যাম্প পাওয়া যায়নি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪, ২৫, ২৬, ২৭, ৩২, ৩৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১২ আসন। আওয়ামী লীগের হেভিয়েট প্রার্থী বর্তমান এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আসন এটা।

এবারের নির্বাচনে আওয়ামী লীগের নৌকার পাশাপাশি আরও পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির খোরশেদ আলম খুশু (লাঙ্গল), তৃণমূল বিএনপির (সোনালি আঁশ) নির্বাচন করছেন মো. নাঈম হাসান, ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান (আম), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. আতিকুর রহমান নাজিম (টেলিভিশন) এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আব্দুল হাকিমের (মোমবাতি)।

ঢাকা-১২ আসনে ৬ জন্য বৈধ প্রার্থী থাকলেও চারদিকে শুধু নৌকার পোস্টার ও নির্বাচনী ক্যাম্প দেখা গেছে। অনেক খোঁজাখুঁজি করলে মিলতে পারে লাঙ্গলের পোস্টার। বাকি প্রার্থীদের পোস্টার কিংবা ক্যাম্প বা নির্বাচনী প্রচারণা— কিছুই দেখা যায়নি।

ওই এলাকার ভোটার ও কর্মীরা বলছেন, নির্বাচন মাঠে একমাত্র নৌকা ছাড়া কাউকে আমরা দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষের নির্বাচন নিয়ে তেমন আগ্রহ নেই। এমনটি ভোট চাওয়ার বিষয়টি অনেক আনুষ্ঠানিকতা পর্যায়ে রয়েছে। নৌকার ক্যাম্পগুলোতে বিকেলের দিকে নৌকা মার্কায় ভোট দিতে উদ্বুদ্ধ করে গান বাজানো হয়। তবে ভোটাদের দ্বারে দ্বারে যাওয়া হচ্ছে খুবই কম।

হাতিরঝিল সংলগ্ন এক নির্বাচনী ক্যাম্পের দায়িত্বে থাকা ৩৬ নম্বর ওয়ার্ডের শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস বলেন, ঢাকা-১২ আসনের নৌকার মোট ৩৬টি নির্বাচনী ক্যাম্প রয়েছে। আমরা নিয়মিত এখানে আসছি। নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছি।

অন্যান্য প্রার্থীদের প্রচারণা নেই কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে এই বিষয়টি আমরা বলতে পারবো না। তবে আমাদের প্রার্থীর পক্ষ থেকে নির্দেশনা রয়েছে, অন্যান্য প্রার্থীদের প্রচারণার কাজে সহযোগিতা করার। মাঠের অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন। বিএনপি নির্বাচনে না আসায় ভোটারদের আগ্রহ কম।

হাজিপাড়া মসজিদ সংলগ্ন একজন ওষুধ বিক্রেতা বলেন, আপনাদের (গণমাধ্যম) সঙ্গে কথা বলাও বিপদ। এক তরফা নির্বাচনে ভোটারদের আগ্রহ নেই। মাঠে নৌকা ছাড়া কেউ নেই। প্রার্থী ঘোষণা দিলেও তাদের কিংবা তাদের পক্ষে ভোট চাইতে দেখি নাই। মাঝে মধ্যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখছি।

অন্যদিকে তেজগাঁও শিল্প এলাকার পরিবহন শ্রমিক জালাল বলেন, কঠিন সময় পার করছি। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে খুবই খারাপ অবস্থা। ভোট নিয়ে কথা বলতে চাই না। পেট নিয়েই বড় বিপদে। সারা দিন গান বাজিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। নৌকা ছাড়া কোনো প্রার্থীর প্রচারণা আছে? মানুষ ভোটকেন্দ্রে যাবে কি না সন্দেহ।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের বিএনপি ও তাদের সমমনা দলগুলো অংশগ্রহণ করছে না। তারা নির্বাচন বর্জনের ডাক দিয়ে একের পর এক কর্মসূচির ডাক দিয়ে যাচ্ছে।

এসএম