জাতীয়
প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২৪, ২২:১০ পিএম
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান বিচারপতি
Share on:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বুধবার (৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটিই ছিল প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির মধ্যে প্রথম ওয়ান টু ওয়ান সাক্ষাৎ। তারা প্রায় এক ঘণ্টা কথা বলেন।
এনএইচ