সাকিবদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো : শানাকা
Share on:
তিন বার এশিয়া কাপের ফাইনালে খেললেও শিরোপার দেখা পায়নি বাংলাদেশ। এবার সেই ইতিহাস বদলের আশায় তারা টুর্নামেন্টটিতে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল (বৃহস্পতিবার) শ্রীলঙ্কার মুখোমুখি হবে। এর আগেরদিন (আজ) সংবাদ সম্মেলনে লঙ্কানদের সঙ্গে টাইগার ক্রিকেটারদের সম্পর্কের বিষয়টি উঠে এসেছে। তার জবাবও দিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
বাংলাদেশের ক্রিকেটারদের সাথে সম্পর্ক নিয়ে শানাকা বলেন, ‘এটা (দ্বৈরথ) আসলে বাইরের ব্যাপার বলেই মনে হয়। আমাদের দুই দলের খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক ভালো। বাইরের ব্যাপার তো নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের মধ্যকার ভাতৃত্ব ভালো।’
বাংলাদেশকে ভালো দল অ্যাখা দিয়ে লঙ্কান অধিনায়ক বলছেন, ‘আমরা জানি, ভারত ও পাকিস্তান কতটা দাপুটে। আর শ্রীলঙ্কা ও বাংলাদেশের কথা ধরলে, আমরা জানি শ্রীলঙ্কার ভালো ক্রিকেট খেলার ইতিহাস আছে বিশ্বকাপ ও এশিয়া কাপে। সেই বিচারে আমরা অবশ্যই ভালো দল। তবে বাংলাদেশও ভালো দল।’
‘দুর্ভাগ্যজনকভাবে তারা এশিয়া কাপ বা কোনো বিশ্বকাপ জেতেনি। তাদের সম্ভাবনাময় খেলোয়াড় আছে। বিশ্বকাপে যাওয়ার আগে এটি গুরুত্বপূর্ণ। তাদের কোথাও না কোথাও শুরু করতে হবে। আগে আমরা ভারতের বিপক্ষেই বেশি খেলতাম। এখন ব্যাপারটি নতুন। বাংলাদেশ ভালো করতে চায়। আমি দ্বৈরথের কিছু দেখি না। তবে ক্রিকেটের ধরনই এমন’, যোগ করেন শানাকা।
বাকি দলগুলোর তুলনায় নিজেদের অবস্থানও ব্যাখ্যা করেছেন শানাকা, ‘শেষবারও আমরা আন্ডারডগ হিসেবে এশিয়া কাপে গিয়েছিলাম। এরপরও আমরা শিরোপা জিতেছি। যদিও সেখানে আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে আবার হেরে যাই। আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা জানি, আমরা কোথায় আছি। আমাদের ভারসাম্য ভালো। আমরা খেলতে মুখিয়ে আছি।’
এবি